Skip to main content

Help

Exam

প্রথমে, Comprehensive Exam Preparation থেকে প্রয়োজনীয় সার্টিফিকেট লেভেলের বিষয় নির্বাচন করুন। এর পর আমাদের 'Starter/MCQ Mastery' প্যাকেজ সিলেক্ট করুন। নির্দিষ্ট চাপ্টারগুলো যেগুলো ✔ দিয়ে চিহ্নিত তা বেছে নিন অথবা Try a Free Exam থেকে আপনার প্রয়োজনীয় সাবজেক্টের চ্যাপ্টার সিলেক্ট করুন। তারপর 'Start This Practice Test' বাটনে ক্লিক করে পরীক্ষা শুরু করুন। সকল প্রশ্নের উত্তর দেওয়া সম্পন্ন করার পরে, 'Submit All' বাটনে ক্লিক করুন। এখন আপনি আপনার ফলাফল দেখতে পারবেন। 

'Submit All' বাটনে ক্লিক করার পরে, 'Show Solution' বাটনে ক্লিক করুন। এটি আপনাকে আপনার প্রতিটি উত্তর পর্যালোচনা করার সুযোগ দেবে। ভুল উত্তরগুলো চিহ্নিত হবে 'x' এবং লাল রংয়ের মাধ্যমে। একটি পূর্ণ বৃত্ত ভুল উত্তর থেকে সরে সঠিক উত্তরের কাছে দেখানো হবে। সঠিক উত্তরের পাশে আপনি পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নম্বর ও বিস্তারিত ব্যাখ্যা পাবেন।

Subscription

প্রতিটি সাবজেক্টের জন্য আমাদের বিভিন্ন ধরণের প্যাকেজ রয়েছে। যেমন: Starter, Flashcards, Real Exam Simulator, MCQ Mastery, Quick Revision Guide, Essential Guide and AllInOne Bundle ইত্যাদি। রিয়েল এক্সাম সিমুলেটর প্যাকেজ আপনাকে আইসিএবির প্রকৃত পরীক্ষার আগে পুরো সিলেবাসের উপর নিজেকে পরীক্ষা করার সুযোগ দেয়। এই প্যাকেজ পুরোপুরি কম্পিউটারীকৃত, তাই চাইলে বারবার পরীক্ষা দিতে পারবেন। প্রতিবার নতুন সেটের পরীক্ষা হবে যা আপনাকে চ্যালেঞ্জ করবে। MCQ মাস্টারি প্যাকেজে আপনি একটি অধ্যায় সমাপ্ত করার পর নিজেকে মূল্যায়ন করতে এবং সমস্যাগুলি ক্ষেত্রগুলি পর্যালোচনা করতে পারবেন। বিশাল প্রশ্নের সমাহারে বইয়ের প্রতিটি পৃষ্ঠা আয়ত্ত করে নেওয়া যাবে খুব সহজে, যা আপনার প্রকৃত পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত কার্যকরী হবে। Quick Revision Guide প্যাকেজ আপনার রিভিশন দেয়ার সময়ের সর্বোত্তম ব্যবহার করবে এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলি মনে রাখার জন্য সাহায্য করবে।

প্রত্যেক বিষয়ের রিয়েল এক্সাম সিমুলেটর প্যাকেজের দাম ৫০০ টাকা, MCQ মাস্টারির দাম ৫০০ টাকা এবং রেপিড রিভিউর দাম ১,০০০ টাকা। তবে, ট্যাক্সেশন বিষয়ে ব্যাতিক্রম রয়েছে।

আমাদের দুটি প্রকার সাবস্ক্রিপশন প্যাকেজ রয়েছে। যদি আপনি লাইফটাইম এক্সেস ক্রয় না করেন তাহলে আপনার অ্যাক্সেস যে সেশনের জন্য ক্রয় করেছেন, সেই সেশনের পরীক্ষার সমাপ্তির পরবর্তী দিন থেকে মেয়াদ শেষ হয়ে যাবে। অবশ্য, লাইফটাইম এক্সেস ক্রয় করলে আপনি সেই বিষয়টি পাস না করার পর্যন্ত, প্রয়োজনে অ্যাক্সেসের মেয়াদ পরবর্তী সেশনের জন্য পুনরায় বর্ধিত করা হবে।

My account

TheAccountant.XYZ ওয়েবসাইটে নতুন একাউন্ট খোলার জন্য প্রথমে উপরের ডানদিকে 'Register' বাটনে ক্লিক করুন। এখানে প্রদত্ত ফরমে আপনার নাম, আপনার স্ট্যাটাস (যদি এখনও রেজিস্ট্রেশন না পেয়ে থাকেন তবে 'Waiting for registration', যদি এখনও ফার্মে স্টুডেন্ট হিসাবে থাকেন তবে 'Existing-Articled Student', এবং যদি সিএ কোর্স কমপ্লিট হয়ে যায় তাহলে 'Ex-Articled Student (CACC) ইত্যাদি), আপনার ফার্মের নাম, ICAB এর রেজিস্ট্রেশন নম্বর, মোবাইল নম্বর, ইমেল এড্রেস, এবং পাসওয়ার্ড যথাযথভাবে পূরণ করুন। তথ্য পূরণ করা সম্পন্ন হলে, 'Create new account' বাটনে ক্লিক করুন যাতে করে আপনার তথ্য সাবমিট হয় এবং আপনার একাউন্ট তৈরি হয়। রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর, আপনি আপনার ইমেল ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে পারবেন এবং আপনার প্রোফাইল তথ্য আপডেট করে সেটি সম্পূর্ণ করতে পারবেন।

প্রথমে ওয়েবসাইটের হোম পেজে যান। উপরের ডানদিকে অবস্থিত 'Login' বাটনে ক্লিক করুন যা আপনাকে লগইন পেজে নিয়ে যাবে। লগইন পেজে, আপনাকে আপনার ইমেল এড্রেস এবং পাসওয়ার্ড প্রদান করতে হবে যা আপনি রেজিস্ট্রেশন করার সময়ে সেট করেছিলেন। সঠিক তথ্য প্রবেশ করানোর পর 'লগইন' বাটনে ক্লিক করুন। যদি আপনার প্রদত্ত তথ্য সঠিক হয়, তাহলে আপনি সফলভাবে লগইন করতে পারবেন এবং TheAccountant.XYZ ওয়েবসাইটের বিভিন্ন সুবিধা অবাধে ব্যবহার করতে পারবেন। যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান, তবে 'Forgot your Password?' লিংকে ক্লিক করে আপনার পাসওয়ার্ড রিসেট করতে পারেন, যার ফলে আপনি নতুন পাসওয়ার্ড সেট করে ফের লগইন করতে পারবেন।

TheAccountant.XYZ ওয়েবসাইটে পাসওয়ার্ড রিসেট করার জন্য প্রথমে লগইন পেজে যান এবং 'Forgot Your Password?' লিংকে ক্লিক করুন। এরপর, আপনার নিবন্ধিত ইমেল এড্রেস প্রবেশ করান এবং 'Submit' বাটনে ক্লিক করুন, যাতে করে আপনার ইমেলে রিসেট লিংক পাঠানো হয়। পাঠানো ইমেল থেকে রিসেট লিংকে ক্লিক করে নতুন পাসওয়ার্ড সেট করুন এবং দুইবার পাসওয়ার্ড প্রবেশ করে 'Save' বাটনে ক্লিক করুন। এতে আপনার পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে এবং আপনি নতুন পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন।

প্রথমে TheAccountant.XYZ ওয়েবসাইটে লগইন করুন। লগইন করার পর, হোমপেজের উপরে ডানদিকে 'My Account' উপর ক্লিক করুন। আপনার প্রোফাইল পেজে গিয়ে 'Edit Profile' বাটনে ক্লিক করুন। প্রয়োজনীয় সব তথ্য পূরণ বা পরিবর্তন করার পর 'Save' বাটনে ক্লিক করুন।